ইউরোপিয় ইউনিয়নের কূটনৈতিক তথ্য হ্যাক

|

ইউরোপিয় ইউনিয়নের কূটনৈতিক তথ্যগুলোর দখল নিয়েছে হ্যাকাররা। নিউইয়র্ক টাইমসের বরাতে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রেরিত হাজার খানেক মেসেজ হ্যাকররা তাদের দখলে নিয়েছে। হ্যাক হওয়া মেসেজ গুলোর মধ্যে অধিকাংশই কূটনৈতিক ও ব্যবসা সম্বন্ধিত।
তবে ইউরোপিয় ইউনিয়নের কর্মকর্তারা বলেন, অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত তথ্যগুলো হ্যাকররা হ্যাক করতে পারেনি বরং সেগুলো সুরক্ষিতই আছে।

একজন এক্সপার্ট জানান, পূর্বে চীনা সেনাবাহিনী হ্যাক করার জন্য যে পদ্ধতি ব্যবহার করতো সে পদ্ধতিতে হ্যাক করা হয়েছে।

হ্যাক হওয়া মেসেজগুলোর মধ্যে ছিল, এক কূটনীতিকের গত জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের বৈঠকের সফলতার মেসেজ।
আরেকটি মেসেজে ছিল, এ বছরের শুরুতে ইউরোপিয় কর্মকর্তাদের সাথে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকের তথ্য।
এছাড়াও হ্যাকাররা জাতিসংঘ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ইউরোপিয় ইউনিয়নে যোগাযোগের তথ্যও হ্যাক করেছে বলে জানা যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply