সাবেক অজি ক্রিকেটার বব কাউপার মারা গেছেন। রোববার (১১ মে) মেলবোর্নে ৮৪ বছর বয়সে মারা যান তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ২৭টি টেস্ট খেলা কাউপার ৪৬.৮৪ গড়ে মোট ২ হাজার ৬১ রান করেন। ক্যারিয়ারে পাঁচটি সেঞ্চুরির দেখা পেয়েছেন এ বাঁ-হাতি ব্যাটার।
১৯৬৬ সালে মেলবোর্ন টেস্টে বব ইংল্যান্ডের বিপক্ষে ১২ ঘণ্টাব্যাপী ব্যাট করে ৩০৭ রানের একটি ইনিংস খেলেন, যা দীর্ঘদিন অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ টেস্ট ইনিংস হয়ে থেকেছে। ২০০৩ সালে পার্থে জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাথু হেইডেনের ৩৮০ রানের আগ পর্যন্ত এটিই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে একমাত্র টেস্ট ট্রিপল সেঞ্চুরি।
তার মৃত্যুতে শোক জানিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড (সিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লেখে, আজ বব কাউপারের মৃত্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়া গভীরভাবে শোকাহত। বব একজন প্রতিভাবান বাঁ-হাতি ব্যাটার ছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেটে পাঁচটি শতরান করেন। এরমধ্যে ১৯৬৬ সালে তিনি এমসিজি-তে একটি দুর্দান্ত ট্রিপল হান্ড্রেড করেন। ববের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।
Today, Australian Cricket is mourning the loss of Bob Cowper OAM.
— Cricket Australia (@CricketAus) May 11, 2025
Bob was an elegant left-handed batter who scored five Test centuries for Australia, including a superb Ashes triple-century at the MCG in 1966.
Our thoughts are with Bob's family, friends and teammates. pic.twitter.com/Zod0pDRH9T
ঘরোয়া ক্রিকেটে অধিকাংশ সময় নিজ রাজ্য ভিক্টোরিয়ার হয়ে খেলেছেন বব। ১৪৭টি প্রথম শ্রেণির ম্যাচে তার রানসংখ্যা ১০ হাজারের বেশি। এর পাশাপাশি ১৮৩টি উইকেটও রয়েছে তার দখলে। মাত্র ২৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।
/এমএইচআর
Leave a reply