লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ ২ ব্যবসায়ী আটক

|

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের মানি লন্ডারিংয়ের অভিযোগে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ দুজন ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। আজ সোমবার (১২ মে) জেলার চন্দ্রগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হলেন, আল মদিনা বস্ত্রালয়ের মালিক খলিলুর রহমান ও শ্রীশ্রী নিতাই গৌরী বস্ত্রালয়ের মালিক খোকন দেবনাথ।

যোথবাহিনী অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চন্দ্রগঞ্জ বাজারে মানি লন্ডারিংয়ের ব্যবসা চলছিল। সোমবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে আল মদিনা ও শ্রীশ্রী নিতাই গৌরী বস্ত্রালয়ে যৌথবাহিনী অভিযান চালায়। এসময় দুইটি প্রতিষ্ঠানে ১২টি দেশের বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করা হয়, বাংলাদেশের মুদ্রামানে যার মূল্য ৪৮ লাখ ৬শ ১০ টাকা। মানি লন্ডারিং ব্যবসা পরিচালনার অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে আটক করা হয়।

লক্ষ্মীপুর সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন রাহাত জানান, এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ বাজারে দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply