বগুড়া-৬ আসনে সিপিবি’র পথসভায় হামলা, প্রতিবাদে সড়কে অবস্থান

|

বগুড়া ব্যুরো:
বগুড়া-৬ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমিনুল ফরিদের পথসভায় হামলা করেছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এমন অভিযোগে বগুড়া শহরের সাতমাথা চত্বরে অবস্থান ধর্মঘটে বসেছেন আমিনুল ফরিদ ও তার কর্মী-সমর্থকরা।

নির্বাচনী পথসভায় সরকারের সমালোচনা করে বক্তব্য দেয়ার জেরে এই হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সিপিবি নেতারা।

সিপিবি নেতারা জানান, বুধবার সন্ধ্যায় শহরের সাতমাথা চত্বরে আমিনুল ফরিদের নির্বাচনী পথসভা চলছিলো। এসময় বক্তারা সরকারের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রসঙ্গ টেনে বক্তৃতা করছিলেন। এ সময় আচমকা শহর স্বেচ্ছাসেবক লীগের নেতা নাসিমুল বারী নাসিমের নেতৃত্বে ১৫/২০ জন পথসভায় হামলা চালান। তারা মাইক ভাঙচুর করে নির্বাচনী ব্যানার-ফেস্টুন নিয়ে চলে যান। পরে তারা টেম্পল রোডে আমিনুল ফরিদের নির্বাচনী কার্যালয়েও তালা ঝুলিয়ে দেন।

ঘটনার প্রতিবাদে রাত ৮টা থেকে সাতমাথা চত্বরে সড়কের পাশে অবস্থান কর্মসূচি শুরু করেন প্রার্থী আমিনুল ফরিদ ও সিপিবির নেতাকর্মীরা।

ফরিদ জানান, পুলিশ হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে।

এদিকে তালা দেয়ার ঘণ্টাখানেক পর সদর থানা পুলিশ আমিনুল ফরিদের নির্বাচনী কার্যালয়ের তালা ভেঙে দিলেও এখনও হামলার ঘটনায় কাউকে আটক করতে পারে নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply