দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

|

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এরমধ্যে, রংপুরের কাউনিয়াতেই প্রাণ গেছে একই পরিবারের ৩ জনের।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ মে) সকালে, স্ত্রী, ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে কাউনিয়া মিরবাগ ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন আশরাফুল ইসলাম। রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে উঠার পর, একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যান আশরাফুলের স্ত্রী রোজিনা বেগম, ছেলে রহমত আলী এবং এইচএসসি পরীক্ষার্থী ভাতিজি আফসানা বেগম। গুরুতর আহত অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, নরসিংদীর মনোহরদীতে ট্রলি উল্টে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে মনোহরদী বাজার-হাসপাতাল সড়কের চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদরাসার সামনের এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে মনোহরদী বাজার-হাসপাতাল সড়কের চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply