শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের গৃহনির্মাণ সামগ্রীর এমপোরিয়ামখ্যাত ব্র্যান্ড ‘সিলেকশনস’-এর নতুন ফ্ল্যাগশিপ শোরুমের যাত্রা শুরু হলো কিশোরগঞ্জে। নতুন এই শোরুমে থাকছে সিরামিক টাইলস, বোর্ড, ডোর, স্যানিটারি ওয়্যার, বাথওয়্যার এবং টেবিলওয়্যারের বিশাল সম্ভার।
মঙ্গলবার (১৩ মে) শোরুমটির উদ্বোধন করেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন বিজনেস অ্যাসোসিয়েট মো. হামিদুর রহমান, আকিজ সিরামিকসের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ আশরাফুল হক, আকিজ বশির গ্রুপের হেড অব মার্কেটিং মোহাম্মদ শাহরিয়ার জামান, রোসার হেড অব সেলস বিশ্বজিৎ পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অন্যান্য কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ খোরশেদ আলম বলেন, সিলেকশনস-এর যাত্রা শুরু হয়েছিল গৃহনির্মাণ ও ইন্টেরিয়র সল্যুশনে ক্রেতাদের সবধরনের প্রয়োজন এক জায়গায় পূরণের প্রত্যয়ে। সেই লক্ষ্যেই আজ কিশোরগঞ্জে আমাদের নতুন ফ্ল্যাগশিপ শোরুমের উদ্বোধন। এখানে আকিজ বশির গ্রুপের প্রিমিয়াম মানের টাইলস, স্যানিটারি ওয়্যার, ফসেট, বোর্ড, দরজাসহ নানাবিধ পণ্য এক ছাদের নিচে সহজেই পাওয়া যাবে— যা গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ, কার্যকর ও মানসম্মত করে তুলবে।
উল্লেখ্য, ‘সিলেক্ট ফ্রম দ্য বেস্ট’ এই আদর্শকে সামনে রেখে ২০২২ সালের অক্টোবরে ‘সিলেকশনস’ ব্র্যান্ডটির যাত্রা শুরু হয়।
/এসআইএন
Leave a reply