জেলা প্রশাসনের জরুরি সভায় সাতক্ষীরার হিমসাগর আম ক্যালেন্ডারে পরিবর্তন আনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৫ মে থেকে গাছ থেকে সংগ্রহ করা যাবে হিমসাগর আম।
বুধবার (১৪ মে) সাতক্ষীরার জেলা প্রশাসন এক জরুরি সভায় বসে। সেখানে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করেই বাজারে আম তোলেন বিক্রেতারা। তাদের অভিযোগ, প্রশাসনের আম সংগ্রহের নির্দেশনা ২০ মে’র আগেই গাছে আম পরিপক্ব হয়ে ঝরে পড়ছে, সে জন্য বাধ্য হয়ে বাজারে আম তুলছেন তারা। এছাড়া চাহিদানুযায়ী দাম না পাওয়ারও অভিযোগ করেছেন তারা।
বুধবার (১৪ মে) শহরের সুলতানপুর বাজারে গিয়ে দেখা যায়, হিমসাগর আমে বাজার সয়লাব। প্রতি মণ হিমসাগর আম বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২২০০ টাকায়।
তবে এতে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা। জানান, এই আম কয়েকদিন আগে বাজারে তুলতে পারলে ৩২০০ থেকে ৩৫০০ টাকায় প্রতি মণ বিক্রি হতো।
/এটিএম
Leave a reply