ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

|

প্রতীকী ছবি।

স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিয়াজুল মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এতে আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন।

বুধবার (১৪ মে) বিকেলে সদর উপজেলার নাটাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিয়াজুল ওই গ্রামের তোতা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাটাই ইউনিয়নের চান্দের গোষ্ঠীর সঙ্গে সলিমের গোষ্ঠীর দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। গত সোমবার সলিম গোষ্ঠীর একজন যুবক চান্দের গোষ্ঠীর এক বাড়িতে মাদক সেবন করতে যায় বলে অভিযোগ উঠে। এ সময় চান্দের গোষ্ঠীর লোকজনের সাথে ওই যুবকের বাকবিতণ্ডা হয়। এ নিয়ে একাধিকবার দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

স্থানীয়রা আরও জানা, সবশেষ বুধবার বিকেলে উভয়পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টেঁটার আঘাতে চান্দের গোষ্ঠীর নিয়াজুল মিয়াসহ অন্তত ১৬ জন আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় নিয়াজুল মিয়া মারা যান।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply