বগুড়ায় উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানে হামলা

|

ফ্যাসিবাদবিরোধী মঞ্চে’র বাধায় পণ্ড হয়েছে বগুড়ায় উদীচীর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি। বুধবার (১৪ মে) বিকেলে, শহরের শহীদ খোকন পৌর শিশু উদ্যানে এ ঘটনা ঘটে।

পরে, ওই দলটির সমর্থকরা টেম্পল রোড এলাকায় উদীচির সাইনবোর্ড খুলে ফেলে। স্থানীয়রা জানায়, শাহবাগে জাতীয় সংগীত অবমাননার অভিযোগে বিভিন্ন জেলায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। বগুড়াতেও উদীচি সেই আয়োজন করে।

এমন সময়, একটি দল সেখানে আনুষ্ঠানিকতা বন্ধে উদীচির লোকদের চাপ দেয়। পরে, বাগবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনাও ঘটে। একপর্যায়ে বন্ধ হয়ে যায় জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, উদীচী এবং ফ্যাসিবাদবিরোধী মঞ্চে’র ব্যানারে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় পুলিশের হস্তক্ষেপে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply