জামালপুর করেসপন্ডেন্ট:
জামালপুরের মেলান্দহে আগুনে পুড়ে অজুফা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) ভোর ৪টার দিকে মেলান্দহ বাজার সংলগ্ন নাথপাড়া এলাকায় সুইপার কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহত অজুফা ওই এলাকার হেবা মন্ডলের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন অজুফা। ভোররাতে তার ঘরে আগুন লাগে এবং মুহূর্তেই তা ভয়াবহ রূপ নেয়। এতে তার ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। বাড়ির আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। পরে ঘরের ভেতরে অজুফাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে।
মেলান্দহ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘরের ভেতর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুপি বাতি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, আগুন লেগে একজন বৃদ্ধ মারা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
/এএম
Leave a reply