পাকিস্তান-ভারতের যুদ্ধ বিরতির পর তৃতীয় বারের মতো দুই দেশের সামরিক পর্যায়ে আলোচনা হয়েছে। আলোচনায় উভয় পক্ষ আপাতত যুদ্ধ বিরতি চালিয়ে যেতে সম্মত হয়েছে। এর আগে, দুই দেশের সামরিক উত্তেজনা চরমে পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিরতির কথা জানান।
নির্ভরযোগ্য সূত্রের বরাতে পাকিস্তানের ডন নিউজ বলছে, আলোচনায় দুই দেশের সামরিক কর্মকর্তারা বিস্তারিত কথা বলেছেন এবং যুদ্ধ বিরতি কার্যকর রাখতে সম্মত হয়েছেন। তবে আলোচনা নিয়ে দু’পক্ষের কেউ কোনো বিবৃতি দেয়নি।
এদিকে কূটনৈতিক সূত্র বলছে, বিশ্ব নেতারা যুদ্ধ বিরতি কার্যকর রাখতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সাথে রাজনৈতিক সদিচ্ছায় গুরুত্বারোপ করছেন। আগামীকাল এ বিষয়ে পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব এ ব্যাপারে সাংবাদ সম্মেলন করবে বলে আশা করা যাচ্ছে।
গেল সপ্তাহে ৪ দিন ধরে পাক-ভারত সীমান্তে সামরিক উত্তেজনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের মধ্যস্থতায় তা শেষ হয়। সেসময় দিল্লি দাবি করে, তারা পাকিস্তানের সন্ত্রাসী শিবিরগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জবাবে ইসলামাবাদও পাল্টা হামলা চালায়।
/এটিএম
Leave a reply