মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

|

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে পনেরো মাস বয়সী রাফিন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগারো রশি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাফিন মাদবরেচর ইউনিয়ন সাড়ে এগারো রশি গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে।

শিশুটির পরিবার জানায়, বৃহস্পতিবার দুপুরে শিশুটির বাবা-মা বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন। এ সময় শিশু রাফিন বাড়ির উঠানে খেলা করছিল। কিছু সময় পর বাবা-মা বাড়িতে ফিরে রাফিনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখতে পান।

পরে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply