ঝিনাইদহে পাওয়ার টিলার-ভ্যানের সংঘর্ষে নিহত নারী

|

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার পাওয়ার টিলার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনোয়ারা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালক সুমন হোসেন আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ২টার দিকে বারবাজার-হাকিমপুর সড়কের গলাকাটা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা খাতুন উপজেলার হাসিলবাগ গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হাসিলবাগ গ্রাম বারোবাজারের দিকে যাচ্ছিল ভ্যানটি। পথিমধ্যে বারবাজার গলাকাটা মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিচুলী বোঝাই পাওয়ার টিলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রাস্তার ওপর পড়ে যান ভ্যানচালক ও ভ্যানের ওই নারী যাত্রী। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকারিয়া মাসুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পাওয়ার টিলার আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply