রাজধানীর মিরপুরে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন গুড নেইবারস বাংলাদেশের

|

রাজধানীর মিরপুরে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন আয়োজন করেছে গুড নেইবারস বাংলাদেশ। দিনব্যাপি এই আয়োজনে মেডিসিন, চর্ম, স্ত্রীরোগ ও শিশু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের পরামর্শ প্রদান করে।

বুধবার (১৪ মে) মিরপুর প্রকল্প এলাকায় এই ক্যাম্পেইনের আয়োজন করে গুড নেইবারস।

শুধু তাই নয়, ক্যাম্পেইনে সেবাগ্রহীতাদের মাঝে ওষুধ, পুষ্টিকর খাদ্য ও হাইজিন পণ্য বিতরণ করা হয়, এবং আলোচনা সভার মাধ্যমে সুবিধাভোগী ও এলাকার জনসাধারণের মাঝে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে সচেতনতা তৈরি করা হয়। উক্ত স্বাস্থ্য ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৩৫০ জন সেবাগ্রহীতা স্বাস্থ্য সেবা লাভ করেন।

গুডনেইবারস মনে করে উন্নয়নের ক্ষেত্রে গণস্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজগম্য ও সুলভ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply