তথ্য উপদেষ্টাকে বোতল ছুড়ে মারার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ

|

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল ছুড়ে মারার ঘটনায় একজনকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার (১৬ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জিজ্ঞাসাবাদ শেষে ওই ব্যক্তিকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হবে।

গত বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একজন তার ওপর বোতল ছুড়ে মারে। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা রকম স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ব্রিফিং না করে চলে যান তিনি।

এর কিছুক্ষণ পর তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের আন্দোলনে একটি পক্ষ ঢুকে আন্দোলনকে স্যাবোটাজ করার চেষ্টা করছে। আমি বিশ্বাস করি যারা আমার ওপর হামলা করেছে তারা জুলাই যোদ্ধাদের কেউ নয়।

এর আগে, ওইদিন তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে যাওয়ার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরে তারা কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে অবস্থান নেন। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরপর বিষয়টি যমুনায় যমুনায় যান বিশ্ববিদ্যালয়টির উপাচার্যসহ একটি দল। সেখানে বৈঠকে পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রেজাউল করিম ও উপদেষ্টা মাহফুজ ব্রিফিং করতে আসেন। এ সময় বোতল নিক্ষেপের ঘটনা ঘটে।

উল্লেখ্য, আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তদন্ত ও বিচার দাবিতে গত তিনদিন ধরে কাকরাইল মোড়ে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১৬ মে) বিকেল থেকে তারা গণঅনশন কর্মসূচি শুরু করেছেন।

আরও পড়ুন:- জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন শুরু

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply