ঘরের মাঠে অভিষেকের আরও এক ধাপ কাছাকাছি পৌঁছালেন ইতালি প্রবাসী তরুণ ফুটবলার ফাহমেদুল ইসলাম।আগামী ৪ জুন আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের জন্য ছাড়পত্র পেয়েছেন তিনি।
শুক্রবার (১৬ মে) সামাজিক মাধ্যমে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছে তার ক্লাব ওলবিয়া কালচিও।
পোস্টে বলা হয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফাহমেদুলের ক্লাবকে চিঠি দিয়েছে। বাংলাদেশ দলে ডাক পাওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়েছে।
হামজা-শমিতের সঙ্গে ফাহমেদুলের জুটি দেখতে মুখিয়ে আছেন লাল-সবুজের দর্শকরা। এর আগে ভারত ম্যাচের জন্য সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে ডাক পেয়েছিলেন এই ফুটবলার। তবে কোচ হাভিয়ের ক্যাবরেরার পরিকল্পনায় না থাকায় ইতালিতে ফেরত যেতে হয়েছিল তাকে। এবার ঘরের মাঠে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে অভিষেকের অপেক্ষায় আছেন ফাহমেদুল ইসলাম।
/এসআইএন
Leave a reply