রংপুর ব্যুরো:
জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনের বাড়িতে চিঠি পাঠিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়া হয়েছে। শনিবার (১৭ মে) রাত ১০ টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এই হুমকি পাওয়ার কথা জানান আখতার হোসেন।
স্ট্যাটাসে আখতার লেখেন, ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম ‘বুলেট’। চিঠিটা ডাকপিওন গতকাল বড় ভাইয়ের কাছে দেয়। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন। যেখানে পাবে, সেখানে খুন করবে, ঝামেলায় ফেলবে এমন হুমকি।
চিঠির শেষে বলা হয়, আমি আশা করি আপনারা আমার এই অনুরোধকে গুরুত্বের সাথে গ্রহণ করবেন এবং ভবিষ্যতে এ ধরনের কোন কাজে আর জড়িত হবেন না। ইতোমধ্যে যে সব অপরাধ করেছেন তার জন্য আপনাদেরকে রাস্তাঘাটে খুন-খারাপিসহ নানা ধরনের হয়রানিমূলক ঝামেলায় পড়তে হবে। আখতারকে রংপুর অথবা গ্রামের বাড়ি বাজার কাউনিয়া অথবা যেকোনো জায়গায় খুন করা হবে। এটা অগ্রিম জেনে নিন সতর্ক হোন।
বিশেষ দ্রষ্টব্য হিসেবে লেখা হয়, ভায়ারহাট বাজারে আপনাদের যে কাউকে যেকোনো মুহূর্তে মারপিটসহ খুব ঝামেলাময় পরিবেশের সম্মুখীন হওয়ার পরিকল্পনা চলছে।
রাতে আখতার হোসেন যমুনার প্রতিবেদককে জানান, চিঠিটি শুক্রবার (১৬ মে) বাদ এশা আমার গ্রামের বাড়ি কাউনিয়া উপজেলার টেপামধুপুরের মুন্সিপাড়ায় পৌঁছে দেয় পিয়ন। সেদিন আমাকে বাড়ি থেকে কয়েকবার ফোন দিলেও আমি রিসিভ করতে পারিনি। আজ (১৭) মে রাত ১০ টার দিকে বাড়ির ফোন রিসিভ করে বিষয়টি জানতে পারি। বড় ভাই মোহাম্মদ আলীর নামে চিঠিটি পাঠানো হয় বলেও জানান তিনি।
তিনি আরও জানান, আমরা ধারণা করছি রাজনৈতিকভাবে আমাদের চিরশত্রু ফ্যাসিবাদী শক্তির কেউ এটা করে থাকতে পারে। এ সময় জিডি করা হয়েছে বলেও জানান তিনি। সেইসাথে, আইনশৃঙ্খলা বাহিনী যেন সর্বোচ্চ গুরুত্বের সাথে তদন্ত করে ব্যবস্থা নেয় সেই আরজিও জানান আখতার হোসেন।
অপরদিকে আখতারের ভাই আরিফ বলেন, শুক্রবার এশার নামাজের পর চিঠিটা পেয়েছি। আমার বড় ভাইয়ের নামে চিঠিটা এসেছে। আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে থানায় জিডি করেছি। এখন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, এটা কার কাজ তা খুঁজে বের করা।
কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান, আখতার হোসেনকে খুনের হুমকি দেয়ার বিষয়টি আমরা জেনেছি। তার ভাই থানায় এসে জিডি করেছেন। এরই মধ্যে আমরা আখতারের বাড়ি ও আশেপাশের এলাকা এবং বাজার এলাকায় টহল জোরদার করেছি। এ সময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর সংগঠক আলমগীর নয়ন বলেন, আখতার হোসেনকে হত্যার হুমকি দেয়া মানে জুলাই আন্দোলনকে হুমকি দেয়া। আমরা চাই ২৪ ঘণ্টার মধ্যে হুমকিদাতাকে গ্রেফতার করা হোক। এ ঘটনার প্রতিবাদে রোববার রংপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলেও জানান তিনি।
/এএইচএম
Leave a reply