ফিনল্যান্ডে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৫

|

ফিনল্যান্ডে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৫ আরোহী। শনিবার (১৭ মে) দেশটির ইউরা বিমানবন্দরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে উড়োযান দুটি। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, মাঝ আকাশে সংঘর্ষের পর হেলিকপ্টারগুলো ভূপাতিত হয়। সড়ক থেকে প্রায় ৭০০ মিটার দূরে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। এ সময় একটি হেলিকপ্টারে ছিলেন ২ জন, অপরটিতে ৩ জন।

কর্তৃপক্ষ জানায়, একটি উৎসবে অংশ নিতে যাচ্ছিলো উড়োযানগুলো। যেগুলোর মালিক ছিল এস্তোনিয়ার দুটি বেসরকারি প্রতিষ্ঠান।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এ ঘটনায় গুরুত্বের সাথে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply