গোপালগঞ্জে বাস-থ্রিহুইলার সংঘর্ষে নিহত ১১

|

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের হরিদাসপুরে বাস ও থ্রি-হুলারের মুখোমুখি সংঘর্ষে নারী শিশুসহ ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক মোঃ রুবেল শেখ ও সদর থানার ওসি (তদন্ত) গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়েছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক মোঃ রুবেল শেখ ও সদর থানার ওসি (তদন্ত) গোলাম ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা থ্রি-হুইলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও থ্রিহুইলার দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৬ জন যাত্রী নিহত ও ২০জন আহত হয়।

পরে পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন নিহত ও আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়।
এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমার সরকার ও পুলিশ সুপার সাইদুর রহমান খান ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply