গাজায় আবারও ইসরায়েলের হামলা, নিহত ১৩০

|

ফাইল ছবি।

গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে স্থল অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। দেশটির হামলায় গাজায় অন্তত ১৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ।

রোববার (১৮ মে) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, আরব নিউজ।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (১৭ মে) রাতভর হামলায় ১৩০ জন নিহতের মধ্যেই আবার নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল বাহিনী।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, অপারেশন গিডিয়ন চ্যারটের অংশ হিসেবে আমাদের দক্ষিণ কমান্ডের স্যান্ডিং এবং রিজার্ভ সেনারা উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকায় ব্যাপক স্থল হামলা শুরু করেছে।

শনিবার থেকে কাতারের দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি আলোচনার কোনো অগ্রগতি না হওয়ায় গাজায় হামলা জোরদার করার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু বাহিনী। উভয় পক্ষ থেকেই যুদ্ধবিরতি আলোচনা অগ্রগতি না হওয়ার বিষয়টি জানানো হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস জানায়, দোহায় শুরু হওয়া সবশেষ আলোচনার মধ্যে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তিসহ হামাসকে প্রত্যাহার ও তাদের নিরস্ত্রীকরণের কথা বলা হয়। কিন্তু হামাস আগে থেকেই এই প্রস্তাবের বিরোধিতা করে আসছে।

/এএম

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply