প্রতীকী ছবি
রাজধানীর মিরপুরের শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (১৮ মে) ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় রাত সাড়ে ১০টা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে, রোববার সন্ধ্যায় মিরপুর ১৩ নম্বরে অবস্থিত বস্তিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ৮টা ১০মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে যোগ দেয় আরও ৬টি ইউনিট।
পরবর্তীতে, রাত ৯টার পর পরই আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করে এবং সাড়ে ১০টা নাগাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে।
/এএইচএম
Leave a reply