বগুড়া-১ আসনে ঐক্যফ্রন্ট-মহাজোট সমর্থকদের সংঘর্ষ

|

বগুড়া ব্যুরো
বগুড়া-১ আসনে প্রচারণা চালানো নিয়ে ঐক্যফ্রন্ট ও মহাজোটের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোনাতলা উপজেলার চরপাড়া বাজার এলাকায় বৃহস্পতিবার দুপুরে শুরু হওয়া এই সংঘর্ষের জের সন্ধ্যা পর্যন্ত চলে। সন্ধ্যার পর থেকে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় পুলিশের রাবার বুলেটে অন্তত ১০ জনের আহত হবার খবর পাওয়া গেছে।

সোনাতলা থানা পুলিশ জানায়, দুপুরে বগুড়া-১ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির কাজী রফিকুল ইসলাম প্রচারণা চালাতে কর্মী-সমর্থকদের নিয়ে চরপাড়া বাজার এলাকায় ঢুকছিলেন। এসময় মহাজোটের প্রার্থী আওয়ামী লীগের আবদুল মান্নানের সমর্থকরা তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল পর্যন্ত থেমে থেমে চলা সংঘর্ষের সময় বাজার এলাকায় অন্তত ৬টি দোকান ভাঙচুর করা হয়, পুড়িয়ে দেয়া হয় ৮টি মোটরসাইকেল।

বিকেলের দিকে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েনের পর সন্ধ্যার দিকে পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আসে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply