গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত, বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ

|

গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহতের ঘটনায় বাসে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (২০ মে) দুপুরে সদর উপজেলার সাতপাড় বাসস্ট্যানে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসস্ট্যান্ডে থাকা একটি বাসের পেছনেই দাঁড়িয়ে ছিল একটি মোটরসাইকেল। এ সময় পেছন থেকে আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয়। দুই মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় রবি নামের এক যুবক। আহত হন আরেক আরোহী।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তবে পালিয়ে যায় চালক ও হেলপার। অপরদিকে, লক্ষ্মীপুর ও জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও দুজন।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply