বৈরী আবহাওয়া কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ফুটবলারদের বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি। পরে বিমানটি কলকাতায় ফিরে গেছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটি সূত্র যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, অনূর্ধ্ব-১৯ দলের ফুটবলাররা ভারতীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে ইন্ডিগো এয়ালাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাংলাদেশ সময় বিকেল ৫টায় বিমানটির ঢাকায় অবতরণের কথা ছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে অনেকক্ষণ চেষ্টা করেও ফ্লাইটটি অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইটটি কলকাতায় ফিরে যায়।
প্রসঙ্গত, গত রোববার ভারতের অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক দেশটির কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ।
/আরএইচ
Leave a reply