লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের আকাশে ড্রোন; শতাধিক ফ্লাইট বাতিল

|

লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর এলাকায় দুটি ড্রোন নজরে আসার পর পরিস্থিতি দ্রুত সামাল দিতে সেখানে সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে। একই সাথে বন্ধ রয়েছে সব ধরনের ফ্লাইট চলাচল।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব গ্যাভিন উইলিয়ামসন এক টুইট বার্তায় বলেন, আমরা সাধারণত সেনা মোতায়েনের মতো পদক্ষেপ গ্রহণ করি না। কিন্তু গ্যাটউইক বিমানবন্দর কর্তৃপক্ষকে সাহায্য করতে যা করার সব করবে সেনা সদস্যরা।

গ্যাটউইক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, কোন ফ্লাইট বিমানবন্দর ছেড়ে যাচ্ছে না এবং যে ফ্লাইটগুলো এখানে নামার কথা সেগুলোও অন্য বিমানবন্দরে নামছে।

এদিকে, বড়দিনের ছুটি শুরুর আগ মুহুর্তে গ্যাটউইক বিমানবন্দরের এমন পরিস্থতিতে শতাধিক ফ্লাইট বাতিল করায় বিড়ম্বনায় পড়েছেন লাখ খানেক যাত্রী।

ইউকে এয়ারপ্রক্স বোর্ড বলছে, ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ব্যক্তিমালিকানাধীন ড্রোন ও উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা তিন গুণ বেড়েছে। গত বছর এ রকম ৯২টিরও বেশি সংঘর্ষ হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply