ফাইল ছবি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) প্রতিটি সদস্যকে অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করতে হবে। পাশাপাশি বাহিনীটিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের কথা ভুলে যেতে হবে।
বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর উত্তরায় র্যাবের হেডকোয়ার্টারে বাহিনীটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, র্যাবের কার্যক্রম পুনর্মূল্যায়ন, সংস্কার এবং পুনর্গঠনে সরকার কাজ করছে। দায়িত্ব পালনে বাহিনীটিকে আইন মানা এবং মানবাধিকারের দিকটি সমুন্নত রাখতে হবে। এ সময় আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, র্যাব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে। এ সময় র্যাবের সংস্কার এবং পুনর্গঠনের ফলাফল জনগণ শীঘ্রই পাবে বলেও মন্তব্য করেন তিনি।
/আরএইচ
Leave a reply