বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আওয়ামী লীগ

|

দিনরাত প্রচার-প্রচারণায় ব্যস্ত ফেনী-১ আসনে মহাজোটের প্রার্থী জাসদ নেত্রী শিরীন আখতার। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন চাইছেন তিনি। তবে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। হাইকমান্ডের নির্দেশের পরও নির্বাচন থেকে সরতে নারাজ জেলা কমিটির সদস্য শেখ আব্দুল্লাহ। তার সাথে আছে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীও। এমন প্রেক্ষাপটে দলের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। তাদের ঐক্যবদ্ধ করে জয় ছিনিয়ে আনা বড় চ্যালেঞ্জ দলটির।

একই অবস্থা ঠাকুরগাঁও-৩ আসনেও। এখানে মহাজোটের প্রার্থী ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির ইয়াসিন আলী। দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হক।

মহাজোটে সমর্থন দিয়ে বিদ্রোহী প্রার্থীদের সরে দাঁড়াতে কয়েক দফা সময় দেয়ার পর ১৮ ডিসেম্বর শেষ সময় বেঁধে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পদক ওবায়দুল কাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply