এবার আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার

|

এবার আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষনা দিয়েছে ট্রাম্প প্রশাসন। সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের পর দিনই ট্রাম্প প্রশাসন থেকে এই বার্তা এলো।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, আফগানিস্তানে মোতায়ন প্রায় ৭০০০ এর মতো সৈন্য রয়েছে যার অর্ধেক সৈন্য আগামী কয়েক মাসের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে।

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষনায় ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করার ঘোষনা দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। ট্রাম্পের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি বলেন আফগানিস্তানের সেনা প্রত্যাহার কিছু কারনে করা গেলেও সিরিয়া থেকে সেনা প্রত্যাহার একেবারেই অযৌক্তিক।

ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তকে অযৌক্তিক বলে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এক টুইট বার্তায় বলেন, সৈন্য প্রত্যাহারের এই সিদ্ধান্ত খুব বড় ঝুঁকির মধ্যে ফেলবে। এর ফলে আমাদের আরেকটি ৯/১১ দেখতে হতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply