দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের

|

এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল এবং চেয়ারম্যানের অপসারণের স্পষ্ট ঘোষণা না থাকায়, অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।’ সেইসাথে পরিপূর্ণ দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ কর্মবরিতিসহ পূর্বঘোষিত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

শনিবার (২৪ মে) রাজধানীর এনবিআর ভবনে ‘এনবিআর ঐক্য সংস্কার পরিষদ’র এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে কথা বলেন অতিরিক্ত কমিশনার এদিপ বিল্লাহ, উপ কর কমিশনার মো. মোস্তফিজুর রহমান, সহকারী কর কমিশনার মো. ইশতিয়াক হোসেন।

এ সময়, গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় এনবিআর সংক্রান্ত সংশোধনের ঘোষণাকে স্বাগত জানালেও ৪ দফা দাবি আদায়ে কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা। তারা বলেন, মূল চারটি দাবির বিষয়ে সুস্পষ্ট ঘোষণা আসলে কর্মসূচি প্রত্যাহার করা হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লিখিত দাবি চারটি হল- জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে, অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে।

অপরদিকে, লিখিত বক্তব্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায়, কর্মসূচির ফলে সম্মানিত করদাতা ও সেবাপ্রার্থীদের সাময়িক অসুবিধার জন্য এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। সেইসাথে দাবি আদায় হলে নির্ধারিত অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময় কাজ করে অনিষ্পন্ন কাজ শেষ করা হবে বলেও জানায় ঐক্য পরিষদ।

এর আগে, আজ শনিবার সারাদিন এলসি স্টেশন ও কাস্টমস হাউজ ছাড়া সকল রাজস্ব অফিসে কর্মবিরতি পালিত হয়। ফলে স্থবির হয়ে পড়ে কাস্টমস, ভ্যাট ও কর শাখার বিভিন্ন অফিস। এ সময়, আগারগাঁওয়ের রাজস্ব ভবনের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply