‘রায় পক্ষে গেলে স্বাধীন, বিপক্ষে গেলে পরাধীন’

|

খালেদা জিয়ার মামলার রায় যদি পক্ষে যায় তাহলে বিএনপির কাছে বিচার বিভাগ স্বাধীন, আর বিপক্ষে গেলে রায় স্বাধীন নয়- এমন ভাবনা বিচার বিভাগকে প্রভাবিত করার সামিল বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর সেতু ভবনে এক অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী এ কথা বলেন।

তিনি জানান, সংলাপে বসে বিএনপি সিইসিকে যে প্রস্তাব দিয়েছে তা তাদের দলীয় প্রস্তাব। আওয়ামী লীগ সংলাপে বসেছিলো জনস্বার্থের কথা মাথায় রেখে। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা প্রয়োজন, সে ধরণের প্রস্তাবনাই দিয়েছে আওয়ামী লীগ।

খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দরে জমায়েতের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, এ ধরণের জমায়েত জনগণের ভোগান্তি বাড়ানো ছাড়া আর কিছু নয়। এসময় নানা ইস্যুতে বিএনপির সমালোচনা করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply