‘নৌকা মানে সমৃদ্ধি, ধানের শীষ মানে দুর্নীতি’

|

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মানে স্বাধীনতা, নৌকা মানে সমৃদ্ধি। অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করতে নৌকা মার্কায় ভোট চাইলেন তিনি।

শুক্রবার বিকালে রাজধানীর গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে ঢাকা মহানগর আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় দেয়া ভাষণে আওয়ামী লীগ সভানেত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেছেন, ধানের শীষ মানে দুর্নীতি ও জঙ্গিবাদ। তাই তাদের প্রতিহত করুন। ঢাকা মহানগরের উত্তরে নৌকা মার্কার প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ভোট চান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী।

সাধারণ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার পর রাজধানীতে আওয়ামী লীগ সভানেত্রীর প্রথম জনসভা। প্রায় ২২ বছর পর গুলশানের মাটিতে শেখ হাসিনার প্রথম কোন জনসভা। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ঐ এলাকার প্রার্থীদের পক্ষে নৌকায় ভোট চান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন,ঢাকা শহরে পানি বিদ্যুৎ সমস্যার সমাধাণ করেছি। বস্তিবাসীর ভাগ্যের উন্নতি করা হবে। বেসরকারিখাত উন্মুক্ত করার মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল হয়েছে বলেও জানান শেখ হাসিনা। মেট্রোরেল, উড়াল সড়কসহ নানা মেগা প্রজেক্টের কাজ শেষ করতে নৌকা মার্কায় ভোট চান তিনি।

বক্তৃতায় শেখ হাসিনা বলেন, যারা এতিমের টাকা মেরে খেয়েছে তাদের শাস্তি পেতেই হবে।

২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী। ২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তি। সোনার বাংলা গড়তে নৌকা মার্কার কোন বিকল্প নেই বলেও জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply