ইসলামী আন্দোলন বাংলাদেশের ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

|

রাষ্ট্রব্যবস্থার আমুল পরিবর্তনের ঘোষণা দিয়ে ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিকেলে জাতীয় প্রেসক্লাবে ইসলামী এ দলটির চরমোনাই পীরসাহেব মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ ইশতেহার সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

দুর্নীতি, সন্ত্রাস, মাদকমুক্ত ও কল্যানরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ২৯৯টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা হাতপাখা প্রতীক নিয়ো ভোটে অংশ নিচ্ছে। তাই এ দলটি ক্ষমতায় গেলে সরকারি কর্মচারিদের বেতন ২৫ ভাগ বাড়ানোসহ মানুষের জীবনযাপনের খরচ কমানোর ঘোষণা দেয়।

সংবাদ সম্মলনে বলা হয়, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসাব্যয় ৫০ ভাগ কমানোর কথা বলেন তারা। বিদ্যুৎ এর দাম কমানোসহ জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা আসে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply