এখনও ৭ দিন সময় আছে, মাথা ঠিক করেন- সরকারের উদ্দেশে ড. কামাল

|

ড. কামাল হোসেন বলেছেন, সারাদেশে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। বিরোধী প্রার্থীদেরকে যে পরিস্থিতি মোকাবেলা করে নির্বাচন করার চেষ্টা করতে হচ্ছে তা নজিরবিহীন।

আজ শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় ঐক্যফ্রন্ট নেতা বলেন, আমি গঠনমূলকভাবে বলতে চাই এটা যেন অবিলম্বে বন্ধ করা হয়। নাহলে সরকার সংবিধান লংঘনের অপরাধে অপরাধী হবে। সুষ্ঠু নির্বাচনে বাধা দেয়ার অপরাধ শুধু আইনি অপরাধ না, এটি সংবিধান লংঘনের অপরাধ। আমার ৫০ বছরের অভিজ্ঞতায় জাতীয় পর্যায়ে এইভাবে পুলিশকে সংঘবদ্ধভাবে সরকারি দলের ক্যাডারদের সঙ্গে নামিয়ে দেয়ার উদাহরণ কখনো দেখি নাই।

স্বাধীন দেশের মালিক জনগণকে এভাবে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার অর্থ হচ্ছে স্বাধীনতার ওরপ আঘাত। এর চেয়ে বড় কোনো অপরাধ হতে পারে না। আমরা সেটা সরকারকে জানিয়ে দিতে চাই।

কামাল হোসেন বলেন, এখনও ৭ দিন আছে। মাথা ঠিক করেন, মাথা সুস্থ্য করেন, মাথা ঠাণ্ডা করেন। ইলেকশন জিততে হবে, কিন্তু এভাবে না। এটাকে জেতা বলবো না। এটা হচ্ছে মানুষের সঙ্গে ভাওতাবাজি করা, মানুষের অধিকার হরণ করা। আমরা ভালোভাবে বলছি, এগুলো বন্ধ করেন। নাহলে জনগণ এটা গ্রহণ করবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply