৩ ফিলিস্তিনিকে গুলি করে মারলো ইসরায়েলি সেনারা

|

গাজায় আবারও ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিরা। সাপ্তাহিক বিক্ষোভ-কর্মসূচিতে ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হন এক কিশোরসহ ৩ জন। শুক্রবারের হামলায় আহত হন আরও ৪০ ফিলিস্তিনি।

আয়োজকরা জানায়, মাতৃভূমিতে ফেরার আন্দোলন- গ্রেট মার্চ ফর রিটার্ন কর্মসূচিতে যোগ দিতে গাজা সীমান্তে জড়ো হন অন্তত ৮ হাজার ফিলিস্তিনি। তারা ইসরায়েল বিরোধী স্লোগান দিতে থাকে। এসময় তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও গুলি ছোড়ে ইসরায়েলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ইসরায়েলি বাহিনীর গুলিতে মোহাম্মদ আল জাহজুহ নামে ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। মন্ত্রণালয়ের তরফ থেকে আরও জানানো হয়েছে, পেটে গুলি লেগে নিহত হয়েছেন ২৮ বছর বয়সী আবদুল আজিজ আবু শ্রীয়া। এছাড়া ইসরায়েলি বাহিনীর গুলিতে গুরুতর আহত হয়ে মারা গেছেন ৪০ বছর বয়সী মাহের ইয়াসিন। হামলায় চার চিকিৎসক, দুই সাংবাদিকসহ প্রায় ৪০ ফিলিস্তিনি বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুক্রবার ৩৯তম সপ্তাহে গড়ালো গ্রেট মার্চ ফর রিটার্ন কর্মসূচি। এখন পর্যন্ত এ আন্দোলনে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ২১৫ ফিলিস্তিনি। আহত হয় অন্তত ১৮ হাজার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply