‘মানুষের চেয়ে গরুর গুরুত্বই বেশি’

|

ভারতে ক্ষমতাসীন দল বিজেপির এক এমএলএ (মেম্বার অব দ্য লেজিসলেটিভ এসেম্বলি) ‘মানুষের চেয়ে গরুর গুরুত্বই বেশি’ বলে ইঙ্গিত দিয়েছেন।

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের অনুপ শহরের এমএলএ সঞ্জয় শর্মা বলেন, ‘আপনারা কেবল সুমিত ও এক পুলিশের মৃত্যুকে দেখছেন, ২১টি গরুর মৃত্যুকে দেখছেন না। দয়া করে বোঝার চেষ্টা করুন, যারা গরু হত্যা করেছে তারাই প্রকৃত অপরাধী।’

প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর বুলন্দ শহরের একটি জঙ্গলে পঁচিশটি গরুকে মেরে ফেলার অভিযোগ করে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল। এ ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির লোকজন ট্রাক নিয়ে রাস্তা অবরোধও করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে স্থানীয় থানার এসএইচও সুবোধ কুমার সিং ও সুমিত নামে এক তরুণকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply