কাতার সংকটের জন্য সৌদি জোট-ই দায়ী: টিলারসন

|

উপসাগরীয় সংকটের জন্য সৌদি জোট-ই দায়ী। কাতার-সৌদি দ্বন্দ্ব নিরসনে ঐ অঞ্চলে সফরের আগে বৃহস্পতিবার এ মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

সংবাদ সংস্থা- ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, খুব শিগগিরই রাজনৈতিক এই টানাপোড়েন শেষ হওয়ার কোন সম্ভাবনা নেই। তবে মধ্যস্থতার ক্ষেত্রে আসতে পারে উন্নতি। টিলারসনের দাবি- বিবদমান পক্ষগুলোর মধ্যে সৌদি জোটের আলোচনায় বসার তেমন আগ্রহ নেই। কিন্তু এ ব্যাপারে শতভাগ আগ্রহী কাতার।

সন্ত্রাসবাদে অর্থায়ন ও মদদ দেয়ার অভিযোগে চলতি বছর জুন মাসে কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবসহ উপসাগরীয় চার দেশ। দেশটির ওপর আরোপ করে বাণিজ্যিক ও পরিবহন অবরোধ। যা ১৩ দফা শর্ত পূরণের ভিত্তিতে শিথিলের দাবি তোলে সৌদি জোট। কিন্তু বরাবরই এসব দাবিকে অযৌক্তিক আখ্যা দিয়ে আসছে, দোহা।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply