র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাকিব আল হাসান

|

ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার, টি টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের তিন বিভাগেই উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। উইন্ডিজের বিপক্ষে টাইগারদের আরেক পারফরমার মাহমুদুল্লাহ রিয়াদও উঠে এসেছেন ব্যাটিং-বোলিং দুই ক্যাটাগরিতেই।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে সাকিব উঠে এসেছেন দুইয়ে। ৩৩৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনি পেছনে ফেলেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবীকে। ৩৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ক্যারিবিয়ানদের বিপক্ষে প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার পাওয়া সাকিব ব্যাটিংয়ে ৭ ধাপ এগিয়ে তালিকার ৩৭ নাম্বারে। ব্যাটিংয়ে তার রেটিং পয়েন্ট ৫১৫। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বোলিংয়েও ৩ ধাপ এগিয়েছেন সাকিব। বোলারদের র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান ৭।

সাকিবের মতো উন্নতি হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদেরও। সিরিজে ৩৩ গড়ে রান করা আর ৫ উইকেট শিকার করা রিয়াদ অলরাউন্ডার ক্যাটাগরিতে আছেন ৪ নাম্বারে, ব্যাটিংয়ে বাংলাদেশীদের মধ্যে সবার উপরে থাকা রিয়াদের সবমিলে অবস্থান ৩১ নাম্বারে। বোলিংয়ে ১৭ ধাপ এগিয়ে আছেন ৫১ নাম্বারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply