এভারেস্টজয়ী শাকিলের পতাকা-প্রত্যর্পণ অনুষ্ঠিত

|

বাংলাদেশ থেকে ১৩শ’ ৭২ কিলোমিটার হেঁটে ইকরামুল হাসান শাকিলের এভারেস্ট জয়ের পর পতাকা-প্রত্যর্পণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে পতাকা তুলে দেয়া হয় দেশের বিশিষ্টজনদের।

কক্সবাজার সমুদ্র-সৈকত থেকে ২৫ ফেব্রুয়ারি হেটে যাত্রা শুরু করেন শাকিল। এভারেস্ট শিখরে আরোহণ করেন ১৯ মে।আয়োজিত সংবাদ সম্মেলনে এভারেস্টজয়ী ইকরামুল শাকিল তার কক্সবাজার থেকে হেটে এভারেস্ট জয়ের রুদ্ধশ্বাস অভিযানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, দেশের তরুণদের মধ্যে পাহাড় ভ্রমণ ও পাহাড়ে অভিযানের উৎসাহ বাড়াতে হবে। দুঃসাহসিক এসব কাজ বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।

এসময় ঢাকায় নিযুক্ত নেপালী রাষ্ট্রদূত বলেন, হিমালয় অভিযানে বাংলাদেশীদের সংখ্যা বাড়ছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply