মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কাজের সুযোগ তৈরি, সামাজিক সুরক্ষায় ভাতা ও উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি এবং ব্যবসায় পরিবেশের উন্নয়নকে গুরুত্ব দিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন।
বাজেট প্রস্তাবনায় দেশি সুতায় করের পরিমাণ প্রতি কেজিতে ৩ থেকে বাড়িয়ে ৫টাকা করা হয়েছে। আর সিনথেটিক সুতায় করের পরিমাণ ৬ থেকে কমিয়ে ৫ টাকা করা হয়েছে। স্পিনিং মিলগুলোতে তৈরি হয় কটন সুতা, যা ব্যবহার করা হয় তাঁত শিল্পে। আমদানিকৃত সুতার দাম কমিয়ে দেশে তৈরির সুতার দাম বৃদ্ধির প্রস্তাব দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্পিনিং মিল ও তাঁত শিল্পের মালিকেরা।
এদিকে, দেশি সুতার ওপর করের পরিমাণ কমিয়ে আনার দাবি জানিয়েছে সিরাজগঞ্জ চেম্বার। বলা হচ্ছে, এর প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান বাচ্চু বলেছেন, বাজেটে করের হার বাড়ানোর কারণে তাঁতিদের ওপর প্রভাব পড়বে এবং কাপড়ের মূল্য বৃদ্ধি পাবে। কাপড়ের দাম বাড়লে গ্রাহকদের ওপর তার প্রভাব পড়বে।
/এমএন
Leave a reply