দেশে ফিরলো কানাডায় মৃত্যুবরণ করা বুয়েট শিক্ষার্থী শাশ্বত সৌম্যের মরদেহ। শুক্রবার (২০ জুন) বিকেলে তার মরদেহ আনা হয় নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।
বিমানবন্দর থেকে সৌম্যের মরদেহ বের করে আনার পর প্রথমে নিয়ে যাওয়া হয় সেগুনবাগিচায় নিজ বাসায়। পরে সেখান থেকে লাশবাহী গাড়িতে করে বুয়েটে ইসিই ভবনে আনা হয় সৌম্যের মরদেহ। এ সময় শেষবারের মত শ্রদ্ধা জানাতে আসেন বুয়েট উপাচার্য, পরিবারের সদস্য ও সহপাঠীসহ আরও অনেকে।
এর আগে, গত ৪ জুন কানাডার টিশ কলম্বিয়ার একটি লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গ্র্যাজুয়েশন শেষে সৌম্য কিছুদিন শিক্ষকতা করেন বুয়েটে। এরপর যুক্তরাষ্ট্রের এমআইটিতে যান পিএইচডি করতে। পরে কানাডা আমেরিকার বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে গবেষণার উপর বক্তৃতা দেন তিনি।
কানাডা পুলিশ সৌম্যের মৃত্যুর কারণ উদঘাটন করতে পারেনি তবে সৌম্যের পরিবার এই মৃত্যুকে দুর্ঘটনা বলেই দাবি করছেন।
/এএস
Leave a reply