নাটোরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেল ৫টার দিকে শহরের বনবেলঘড়িয়া বাসপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, সিরাজগঞ্জ থেকে রাজশাহী রাব্বী পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হয়। এসময় সিএনজি চালক বাবুসহ মোট চারজন আহত হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালক বাবুর মৃত্যু হয়। আহতদের মধ্যে আরও একজনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply