সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা আর নেই

|

সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা আর নেই। শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাসায় হঠাৎ বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৪৫ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তার পরিবারের সদস্যরা জানায়, শনিবার (২১ জুন) খুলনার দিঘলিয়া উপজেলার ব্রক্ষ্মগাতী গ্রামে তার দাফন করা হবে।

মামুন রেজার মৃত্যুতে সমকাল পরিবারের পক্ষ থেকে সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী গভীর শোক প্রকাশ করেছেন। মামুন রেজা চ্যানেল টোয়েন্টিফোরের খুলনার আঞ্চলিক প্রধান প্রতিবেদকও ছিলেন।

তিনি চার বার খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও খুলনা সাংবাদিক ইউনিয়নের দুইবারের সাবেক সভাপতিও ছিলেন তিনি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply