গলে শেষদিনের লড়াইয়ে লিড বাড়াবে বাংলাদেশ, অঘটনের সম্ভাবনা ক্ষীণ

|

চতুর্থ দিনের খেলা শেষে গলে ১৮৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৭৭ রান করেছে টাইগাররা। দিনশেষে নাজমুল শান্ত ৫৬ আর মুশফিকুর রহিম অপরাজিত ২২ রানে। এর আগে গলে ফাইফার তুলে নেন টাইগার স্পিনার নাঈম হাসান।

আজ শনিবার (২১ জুন) সকালে সিরিজের প্রথম টেস্টের শেষদিনের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ-শ্রিলঙ্কা। তবে এ ম্যাচের ফলাফল কারও পক্ষে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ, বাংলাদেশের হাতে রয়েছে এখনও সাত উইকেট। এছাড়া টাইগাররা এগিয়ে আছে প্রায় দু’শ রানে।

আজ পঞ্চম দিনে টাইগাররা তাদের লিড আরও বাড়াবে। সেফ পজিশনে যাওয়ার আগ পর্যন্ত ইনিংস ডিক্লেয়ার দেয়ার সম্ভাবনাও নেই। তাই বলা চলে, গল টেস্ট ড্র হতে পারে।

এর আগে, তৃতীয় দিনশেষে লঙ্কানদের ব্যাটিংয়ে মনে হচ্ছিলো হয়তো জয়ের জন্যই খেলছে তারা। তবে চতুর্থ দিনে পালটে যায় চিত্র। দিনের শুরুতে ধনঞ্জয়া ডি সিলভা আর কুশল মেন্ডিসকে ফিরিয়ে ছন্দে ফেরেন নাঈম হাসান ও হাসান মাহমুদরা।

এরপর রত্নানায়েকেকে সঙ্গী করে কামিন্দু মেন্ডিসের ৮৪ রানের জুটিতে আবারও ব্যাকফুটে ঠেলে দেয় বাংলাদেশকে। ক্ষনে ক্ষনে রঙ বদলানোর ক্রিকেট টেস্ট, সেই রঙ বদলাতেও লাগেনি সময়।

লাঞ্চ বিরতির পর ১৪ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারিয়ে ধসে পড়ে লঙ্কান ব্যাটিং। প্রথমবার বিদেশের মাটিতে টেস্ট খেলা নাঈম শিকার করেন ৫ উইকেট। মেন্ডিসের ৮৭ পরে ৪৮৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

১০ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে আবারও ব্যর্থ এনামুল হক বিজয়। মাত্র ৪ রানেই শেষ হয় তার দ্বিতীয় ইনিংস। একই কাতারে মুমিনুল হক; অভিজ্ঞ এই ব্যাটার ফেরেন মাত্র ১৪ রানে। ৬০ রানে ২ উইকেট হারিয়ে যখন চাপে বাংলাদেশ তখন সাদমানের ফিফটিতে ঘুরে দাঁড়ায় টাইগাররা।

ব্যক্তিগত ৭৬ রানে সাদমান ফিরলে শেষ পর্যন্ত ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে দিনশেষ করে মুশফিক ও শান্ত। নামের পাশে আরেক ফিফটি যোগ করেন টাইগার অধিনায়ক। চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড ১৮৭ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply