গত সপ্তাহের শুক্রবার (১৩ জুন) থেকে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে কমপক্ষে ৪৩০ জন নিহত হয়েছেন। সেই সাথে তিন হাজার ৫শ’ জন আহত হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা।
স্থানীয় সময় রোববার (১৫ জুন) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংঘাতে কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছে। তবে একটি মানবাধিকার গোষ্ঠী, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি শুক্রবার (২০ জুন) ৬৫৭ জন নিহতের তথ্য জানায়।
এদিকে, ইসরায়েল জানিয়েছে যে সংঘাত শুরু হওয়ার পর থেকে সেখানে ২৫ জন নিহত হয়েছে, যার মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত ছিলেন। আর আহতহয়েছেন দুই হাজার ৫১৭ জন।
/এআই
Leave a reply