পাবনায় পুলিশ হেফাজতে থাকা ৩টি সিএনজি অটোরিকশা আগুনে ভস্মীভূত

|

পাবনা করেসপনডেন্ট:

পাবনায় পুলিশ হেফাজতে থাকা তিনটি সিএনজি চালিত অটোরিকশা আগুনে পুড়ে ভস্মীভূত হওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (২১ জুন) সকালে অটোরিকশাগুলোতে আগুন লেগেছে বলে জানায় পুলিশ। তবে এই দাবির সাথে একমত নন অটোরিকশা মালিকরা।

পুলিশ জানায়, শনিবার (২১ জুন) সকাল ৯টার দিকে পুলিশ লাইন কম্পাউন্ডে স্টাফ মেসের সামনের মাঠে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন লাগে। এ সময় পাশে থাকা আরও দুটি অটোরিকশায়ও আগুন ধরে যায়। খবর পেয়ে পাবনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্তনে আনে।

অটোরিকশা চালকরা জানান, গত শুক্রবার (২০ জুন) সকালে সদর উপজেলার গাছপাড়া বাইপাস মোড়ে ফিটনেস ও কাগজপত্রে ত্রুটি থাকার অভিযোগে অটোরিকশাগুলো আটক করে জরিমানা ও মামলা দেয়া হয়। কিছু চালক তৎক্ষণাৎ জরিমানা দিয়ে রিকশাগুলো নিয়ে যায়। আর যারা জরিমানা দিতে পারেনি তাদের রিকশাগুলো পুলিশ লাইন কম্পাউন্ডে স্টাফ মেসের সামনের মাঠে রাখা হয়।

ক্ষতিগ্রস্ত সিএনজি চালিত অটোরিকশার মালিক হাফিজুল ইসলাম জানান, শুক্রবার সম্পূর্ণ ভাল অবস্থায় গাড়ি পুলিশ লাইনে রেখে গেছি। শনিবার জরিমানার টাকা জমা দিয়ে গাড়ি নিতে গিয়ে দেখি পুড়ে গেছে। জীবিকার একমাত্র সম্বল পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেলাম। এ সময়, ক্ষতিগ্রস্তরা তাদের অটোরিকশার ক্ষতিপূরণ দাবি করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ১টি গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে, আর সাথে থাকা ২টি গাড়ি আংশিক পুড়েছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply