হেডিংলি টেস্ট: তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে চালকের আসনে ভারত

|

ছবি: ক্রিকইনফো

হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে রিশভ পান্ট ও শুভমান গিলের দুর্দান্ত সেঞ্চুরিতে ভারত তাদের প্রথম ইনিংস শেষ করেছে ৪৭১ রানে। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের সংগ্রহ এক উইকেটে ৬৭ রান (১৩ ওভার পর্যন্ত)।

এদিন, রিশভ পান্ট নিজের সপ্তম টেস্ট শতক তুলে নেন। শুভমান গিল করেন ১৪৭ রান। প্রথম দিন যশস্বী জয়েসওয়াল করেছিলেন ১০১ রান।

শনিবার (২১ জুন) সকালে প্রথম ৯০ মিনিট পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে ছিল। এই সময়ে যোগ হয় ৯৫ রান। এর মধ্যে পান্ট একাই করেন ৬৯। তার ব্যাটে ছিল শটের বৈচিত্র্য ও দাপট।

শোয়েব বশিরের প্রথম বলেই প্যান্ট মারেন প্যাডেল শট। নিজের শতক পূর্ণ করেন মিড উইকেটের ওপর দিয়ে ছক্কায়। এটি তার ইংল্যান্ডে তৃতীয় সেঞ্চুরি।

সেঞ্চুরির পর ডিগবাজি দিয়ে উদযাপন করেন পান্ট

পান্টের ইনিংসে ছিল ৬টি ছক্কা, যা তার শতকগুলোর মধ্যে সর্বোচ্চ। তবে ১২৪ রানে একবার জীবন পান। পরে জশ টাংয়ের বলে এলবিডব্লিউ হন তিনি ১৩৪ রানে।

এর আগে গিল আউট হন বশিরের বলে টাংয়ের হাতে ক্যাচ দিয়ে। ২০৯ রানের চতুর্থ উইকেট জুটি ভাঙে তখন।

লম্বা বিরতির পর ফিরেছেন করুণ নাইর। কিন্তু মাত্র চার বল খেলেই শূন্য রানে বিদায় নেন। তার আগে এ ম্যাচে অভিষেক হওয়া সাই সুদর্শনও রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথে হাঁটেন।

টাং এবং স্টোকস চারটি করে উইকেট নেন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। জ্যাক ক্রাউলি ৪ রান করে আউট হন। তবে বেন ডাকেট এবং অলি পোপ নটআউট রয়েছেন।

/এমএমএইট


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply