স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:
পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ বলেছেন, বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙ্গুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। ৫ আগস্টের পর বেশকিছু দিন পুলিশ কর্মবিরতি দিয়েছিল। আমরা দায়িত্ব নেয়ার পর নতুনভাবে কার্যক্রম চালানো হচ্ছে। আগামী জাতীয় নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মুছে দেয়ার নির্বাচন।
রোববার (২২ জুন) টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে ৫৫তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নতুন পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পুলিশ নিয়ে সাধারণত মানুষের যে ভুল ধারণাগুলো রয়েছে, তা ভালো কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। আগের যে কোন সময়ের চেয়ে বর্তমানে পুলিশ বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আশরাফুল আলম, ডেপুটি কমান্ড্যান্ট এ এইচ এম কামরুজ্জামান বিপিএম, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।
এদিন সমাপনী কুচকাওয়াজে অংশ নেন ৮১৭ জন পুলিশ সদস্য।
/এমএইচআর
Leave a reply