মার্কিন নৌ-বাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ উপদেষ্টার

|

মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর এবং তেল পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন প্রভাবশালী উপদেষ্টা হোসেইন শারিয়াতমাদারি। রোববার (২২ জুন) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

ইরানের কট্টরপন্থী সংবাদপত্র কয়হান-এর প্রধান সম্পাদক এবং খামেনেইয়ের ‘প্রতিনিধি’ হিসেবে বেশ পরিচিত হোসেইন শারিয়াতমাদারি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় বলেছেন, ‘আমেরিকা ফোর্দো পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে; এখন আমাদের পালা।’

তিনি এও বলেন, ‘বিলম্ব না করে, প্রথম পদক্ষেপ হিসেবে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবহরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাতে হবে এবং একই সাথে হরমুজ প্রণালীকে আমেরিকা, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের জাহাজ চলাচলের জন্য বন্ধ করতে হবে।’

বার্তাটির শেষে কুরআনের একটি আয়াত উদ্ধৃত হয়েছে: ‘তোমরা তাদের যেখানেই পাও, হত্যা করো।’

এখন পর্যন্ত আয়াতুল্লাহ খামেনি মার্কিন হামলার বিষয়ে কোনো সরকারি প্রতিক্রিয়া জানাননি। তবে শারিয়াতমাদারির মতো কট্টরপন্থী ব্যক্তিত্বদের বক্তব্য ইঙ্গিত দেয় যে ইরান কঠোর জবাব দিতে পারে।

বিশ্বের ২০% তেল রফতানি এই হরমুজ প্রণালী দিয়ে পারাপার হয়। যদি ‘হরমুজ প্রণালী’ বন্ধ হয়, তাহলে তেলের দাম বিশ্বজুড়ে আকাশছোঁয়া হতে পারে, যা অর্থনীতিতে বড় ধাক্কা দেবে।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইতিমধ্যেই পারস্য উপসাগরে সতর্কতা বাড়িয়েছে। এদিকে, ইসরায়েলের মতো মিত্ররাও সম্ভাব্য হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে।

ইরান হিজবুল্লাহ বা ইয়েমেনের হুতিদের মতো মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে পরোক্ষ হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply