যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। রোববার (২২ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্বেগ প্রকাশ করে।
সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরব ঘনিষ্ঠভাবে ও গভীর উদ্বেগের সঙ্গে ইরানে, বিশেষ করে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করছে।
বিবৃতিতে আরও বলা হয়, উত্তেজনা প্রশমন, সংযমের চর্চা এবং সংঘাত না বাড়ানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো প্রয়োজন। একইসাথে, সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে রাজনৈতিক সমাধানের পথ খুঁজতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে সৌদি সরকার।
প্রসঙ্গত, দুই সপ্তাহ সময় নেয়ার দুদিন পরই ইরানে বিমান হামলা চালিয়ে সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ৩টি পরমাণু স্থাপনায় বি-টু বোমারু বিমান দিয়ে বাঙ্কার বাস্টার ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় দেশটি। ফোরদো পরমাণু কেন্দ্রে হামলায় ব্যবহার করা হয়েছে এক ডজন ‘বাঙ্কার বাস্টার’ বোমা। যার প্রতিটির ওজন ছিল প্রায় ৩০ হাজার পাউন্ড। এছাড়া সাবমেরিন থেকে ছোড়া হয় ৩০টি ক্রুজ মিসাইল।
/এএস
Leave a reply