‘জুয়াড়ি’ ট্রাম্প যুদ্ধ শুরু করেছে, শেষ করবো আমরা: আইআরজিসি মুখপাত্র

|

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক নতুন হুঁশিয়ারিতে জানিয়েছে, মার্কিন হামলার জবাব যুক্তরাষ্ট্রকে দিতেই হবে। আইআরজিসি’র মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে ঢুকে গেছে এবং ইরানের ভূমির পবিত্রতা নষ্ট করেছে। খবর বিবিসির।

ইব্রাহিম জোলফাঘারি সতর্কবার্তা দিয়ে বলেন, এই আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকে ভারী, অনাকাঙ্ক্ষিত ও অনিশ্চিত পরিণতির মুখোমুখি হতে হবে, এবং তা হবে শক্তিশালী ও নির্ভুল অভিযানের মাধ্যমে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে জোলফাঘারি বলেন, ‘মিস্টার ট্রাম্প, আপনি জুয়াড়ি! আপনি এই যুদ্ধ শুরু করতে পারেন — কিন্তু শেষ করবো আমরা।’

এই মন্তব্যের মাধ্যমে ইরান তাদের অবস্থান আরও স্পষ্ট করে দিয়েছে যে তারা এই সংঘর্ষে পিছু হটবে না, বরং প্রতিক্রিয়া আরও জোরালো হবে।

এদিকে, প্রথম দফার হামলায় ৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এরমধ্যে একটি ইসরায়েলের বিদ্যুৎ স্থাপনার কাছে আঘাত হেনেছে। ইসরায়েলি গণমাধ্যম ইয়নেট নিউজের নিউজের বরাতে এমনটা জানিয়েছে আল জাজিরা।

ইয়নেট নিউজ সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, গত এক ঘণ্টায় ইরান প্রথম দফায় চারটি ভলিতে মোট ৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে একটি ক্ষেপণাস্ত্র দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত ইসরায়েল ইলেকট্রিক কোম্পানির একটি গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি বিস্ফোরিত হয়।

এই আঘাতে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছে ইয়নেট।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply